প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম । Job Antibiotic ব্লগে আপনাকে স্বাগতম । 

Job Antibiotic এর নিয়মিত আয়োজনে আজকে থাকছে 

বিসিএস,প্রাইমারি,নিবন্ধন, নিম্ন গ্রেডের অন্যান্য সকল চাকরি জন্য বাংলা ব্যাকরণের বিরচন অংশের এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ । প্রায় চাকরির পরীক্ষায় এই টপিক থেকে ২-৫ নম্বর কমন থাকে । 

আশা করি সবাই নোটটি পেয়ে সবাই উপকৃত হবেন ।

 

এক কথায় প্রকাশ Booster Dose !



♻️ গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ/এক কথায় প্রকাশ (অ-হ) পর্যন্তঃ


🔸[অ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১. অনুসন্ধানের ইচ্ছা —– অনুসন্ধিৎসা

২. অতিক্রমের যোগ্য —- অতিক্রমণীয়

৩. অগ্রে গমন করে যে — অগ্রগামী

৪. অতি উচ্চ ধ্বনি ———মহাধ্বনি

৫. অতিশয় রমণীয় ——– সুরম্য

৬. অনুচিত বল প্রয়োগকারী — হঠকারী

৭. অতি উচ্চ রোল – এর এক কথায় প্রকাশ কি—- উতরোল

৮. অবিবাহিত রাখা যায় না এমন নারী ————–অরক্ষণীয়া

৯. অণুকে দেখা যায় যার দ্বারা ———- অণুবীক্ষণ

১০. অল্পকাল স্থায়িত্ব যার —————- ক্ষণস্থায়ী

১১. অনেক অভিজ্ঞতা আছে যার —— বহুদর্শী

১২. অকালে পক্ব হয়েছে যা————– অকালপক্ব

১৩. অল্প কথা বলে যে- এর বাক্য সংকোচন কি?— অল্পভাষী

১৪. অক্ষির অগোচরে- এর বাক্য সংকোচন কি?— পরোক্ষ

১৫. অনেকের মধ্যে একজন—- অন্যতম

১৬. অহংকার নেই যার ———– নিরহংকার

১৭. অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ

১৮. অগ্রসর হয়ে অভ্যর্থনা———- প্রত্যুদগমন

১৯. অতি উচ্চ বিকট হাসি ———- অট্টহাসি

২০. অতি আসন্ন – এর বাক্য সংকোচন কি?— অত্যাসন্ন

২১. অবলীলার সঙ্গে- এর বাক্য সংকোচন কি?— সাবলীল

২২. অন্তরের ভাব জানেন যিনি- এর বাক্য সংকোচন কি?— অন্তর্যামী

২৩. অন্ধকার রাত্রি -এর এক কথায় প্রকাশ কি?– তামসী

২৪. অণ্বেষণ করার ইচ্ছা-এর এক কথায় প্রকাশ কি?– অণ্বেষা

২৫. অবশ্যই যা হবে- অবশ্যম্ভাবী

২৬. অশ্বের চালক – সাদি, সারথি

২৭. অলংকারের ধ্বনি — শিঞ্জন

২৮. অন্য গতি নেই যার– অগত্যা

২৯. অন্তর্গত অপ যার — অন্তরীপ

৩০. অন্য দিকে মন যার — অন্যমনা

৩১. অন্ত নেই যার — অনন্ত

৩২. অধ্যাপনা করেন যিনি — অধ্যাপক

৩৩. অন্য কোনো গতি নেই যার — অনন্যগতি

৩৪. অনায়াসে যা লাভ করা যায়— অনায়াসলভ্য

৩৫. অরিকে জয় করেছে যে —— অরিজিৎ

৩৬. অল্প পরিশ্রমে শ্রান্ত নারী—– ফুলটুসি

৩৭. অর্থহীন উক্তি-এর এক কথায় প্রকাশ কি?– প্রলাপ

৩৮. অতিকষ্টে যা নিবারণ করা যায় — দুর্নিবার

৩৯. অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী–আততায়ী

৪০. অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী- আনুপূর্বিক

৪১. অন্য উপায় নেই যার— অনন্যোপায়

৪২. অন্য লোক-এর এক কথায় প্রকাশ কি?–লোকান্তর

৪৩. অন্য জন্ম — জন্মান্তর

৪৪. অন্য কাল — কালান্তর

৪৫. অন্য দেশ — দেশান্তর

৪৬. অন্য গ্রাম — গ্রামান্তর

৪৭. অন্য মত — মতান্তর

৪৮. অন্য বারে(অন্য সময়ে) — বারান্তর

৪৯. অতিক্রম করা যায় না যা — অনতিক্রম্য, অনতিক্রমণীয়

৫০. অশ্বের ডাক -এর এক কথায় প্রকাশ কি?– হ্রেষা

৫১. অস্ত্রের দ্বারা উপচার — অস্ত্রোপচার

৫২. অবিবাহিত কন্যার গর্ভজাত সন্তান — কালীন

৫৩. অক্ষির সমক্ষে বর্তমান — প্রত্যক্ষ

৫৪. অশ্ব রাখার স্থান — আস্তাবল

৫৫. অন্য গতি -এর এক কথায় প্রকাশ কি?– গত্যন্তর

৫৬. অন্য কোনো কর্ম নেই যার — অনন্যকর্মা

৫৭. অবিবাহিত ব্যক্তি — অকৃতদার, অনূঢ়

৫৮. অহনের অপর অংশ — অপরাহ্ন

৫৯. অহনের মধ্য অংশ — মধ্যাহ্ন

৬০. অহনের পূর্বাংশ — পূর্বাহ্ন৬১. অর্ধেক সম্মত — নিমরাজি

৬২. অভ্রকে লেহন করে যে — অভ্রংলেহী

৬৩. অব্যক্ত মধুর ধ্বনি — কলতান

৬৪. অপকার করার ইচ্ছা — অপচিকীর্ষা

৬৫. অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে — অন্নগতপ্রাণ

৬৬. অনুকরণ করার ইচ্ছা — অনুচিকীর্ষা

৬৭. অগ্র পশ্চাৎ বিবেচনা না করে যে কাজ করে — অবিমৃষ্যকারী

🔸[আ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৬৮. আমার সদৃশ — মাদৃশ

৬৯. আত্মাকে অধিকার করে — অধ্যাত্ম

৭০. আবক্ষ জলে নেমে স্নান — অবগাহন

৭১. আরোহন করে যে — আরোহী

৭২. আদি নেই যার — অনাদি

৭৩. আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা

৭৪. আদি থেকে অন্ত পর্যন্ত — আদ্যন্ত

৭৫. আকাশ ও পৃথিবী — ক্রন্দসী

৭৬. আকাশ মাধ্যমে আগতবাণী — আকাশবাণী

৭৭. আইন বিরোধী -এর এক কথায় প্রকাশ কি?– বে – আইনি

৭৮. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি — কৃতার্থম্মন্য

৭৯. আয় বুঝে যিনি ব্যয় করেন — মিতব্যয়ী

৮০. আপনার রং লুকায় যে — বর্ণচোরা

৮১. আকাশ স্পর্শ করে যা — আকাশস্পর্শী

৮২. আপনাকে কেন্দ্র করে যার চিন্তা — আত্মকেন্দ্রিক

৮৩. আঘাতের বদলে আঘাত — প্রত্যাঘাত, প্রতিঘাত

৮৪. আপনাকে যে হত্যা করে — আত্মঘাতী

৮৫. আয়ুর জন্য হিতকর — আয়ুষ্য

৮৬. আট প্রহর যা পরা হয় — আটপৌরে

৮৭. আকাশে বেড়ায় যে -এর এক কথায় প্রকাশ কি?– খেচর, আকাশচারী

৮৮. আচারে যার নিষ্ঠা আছে -এর এক কথায় প্রকাশ কি?– আচারনিষ্ঠ

৮৯. আপনাকে যে পণ্ডিত মনে করে — পণ্ডিতম্মন্য

৯০. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার — আস্তিক

৯১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার — নাস্তিক

৯২. আরাধনার যোগ্য — আরাধ্য

৯৩. আকস্মিক দুর্দৈব — উপদ্রব

৯৪. আজন্ম শত্রু — জাতমত্রু

৯৫. আকালের বছর — দুর্বছর

৯৬. আকাশে যে বিচরণ করে — নভোচারী

৯৭. আগামীকালের পরের দিন — পরশু

৯৮. আঘাতের বিপরীত — প্রত্যাঘাত, প্রতিঘাত

🔸[ই]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৯৯. ইক্ষু হতে জাত — ঐক্ষব

১০০. ইহার তুল্য — ঈদৃশ

১০১. ইতি মধ্যকার ঘটনা — ইদানীং

১০২. ইহলোক বিষয়ক — ঐহিক

১০৩. ইষ্টক নির্মিত গৃহ — অট্টালিকা

১০৪. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ‍যিনি — ইতিহাসবেত্তা১০৫. ইন্দ্রিয়কে জয় করেছে যে — জিতেন্দ্রিয়

১০৬. ইতিহাস রচনা করেন যিনি — ঐতিহাসিক

১০৭. ইহলোকে যা সামান্য নয় – এর বাক্য সংকোচন কি?— অলোকসামান্য

১০৮. ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ — ফতোয়া

🔸[ঈ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১০৯. ঈশ্বর বিষয়ক — ঐশ্বরিক

১১০. ঈশ্বরের ভাব — ঐশ্বর্য

১১১. ঈষৎ নীল — আনীল

১১২. ঈষৎ কৃষ্ণ — কালচে

১১৩. ঈষৎ হাস্য — স্মিত

১১৪. ঈষৎ কম্পিত — আধুত

১১৫. ঈষৎ মধুর — আমধুর

১১৬. ঈষৎ উষ্ণ — কবোষ্ণ

১১৭. ঈষৎ নীলবর্ণ — নীলাভ

১১৮. ঈষৎ রক্তবর্ণ — আরক্ত

১১৯. ইষৎ আমিষ গন্ধ যার – এর বাক্য সংকোচন কি?– আঁষটে

🔸[উ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১২০. উপকারীর অপকার করে যে — কৃতঘ্ন

১২১. উপকারীর উপকার স্বীকার করে যে — কৃতজ্ঞ

১২২. উপকার করার ইচ্ছা — উপচিকীর্ষা

১২৩. উপকারীর উপকার যে স্বীকার করে না — অকৃতজ্ঞ

১২৪. উপকারের বদলে উপকার — প্রত্যুপকার

১২৫. উদর সম্পর্কিত — ঔদরিক

১২৬. উত্তর দিক সম্পর্কিত — উদীচ্য

১২৭. উলু উলু ধ্বনি — অলোলিকা

১২৮. উপসনার যোগ্য — উপাস্য

১২৯. উদ্ভিদের নতুন পাতা — পল্লব/কিশলয়

১৩০. উদ্দাম নৃত্য – এর বাক্য সংকোচন কি?— তাণ্ডব

১৩১. উদগীরণ করা হয়েছে এমন — উদগীর্ণ

১৩২. উপন্যাস রচিয়তা — ঔপন্যাসিক

১৩৩. উচ্চ হাস্যকারী – এর বাক্য সংকোচন কি?— অট্টহাসক

১৩৪. উল্লেখ করা হয় না যা — ঊহ্য

১৩৫. উদিত হচ্ছে যা — উদীয়মান

১৩৬. উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা — প্রত্যুৎপন্নমতিত্ব

১৩৭. উত্তপ্ত করা হয়েছে — উত্তাপিত

১৩৮. উপায় নেই যার — নিরুপায়

🔸[ঊ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৩৯. ঊর্ধ্বদিকে গমন করে যে — ঊর্ধ্বগামী

১৪০. ঊর্ধ্বদিকে গতি যার — উর্ধ্বগতি

১৪১. ঊর্ধ্ব থেকে নেমে আসা — অবতরণ

১৪২. উর্ধ্ব মুখে সাঁতার — চিৎসাঁতার

১৪৩. ঊরুর হাড় — ঊর্বস্থি

🔸[ঋ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৪৪. ঋষির তুল্য -এর এক কথায় প্রকাশ কি?– ঋষিতুল্য

১৪৫. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি — ঋত্বিক

১৪৬. ঋণশোধে অসমর্থ — দেউলিয়া

১৪৭. ঋষির ন্যায় -এর এক কথায় প্রকাশ কি?– ঋষিকল্প

১৪৮. ঋণ নেয় যে — অধমর্ণ

১৪৯. ঋণ দেয় যে — উত্তমর্ণ

🔸[এ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৫০. এক থেকে শুরু করে ক্রমাগত — একাদিক্রমে

১৫১. এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘরে বেড়ায় যে — যাযাবর

১৫২. এক তারযুক্ত বাদ্যযন্ত্র — একতারা

১৫৩. এক দিকে দৃষ্টি যার — একচোখা

১৫৪. এক দিন আয়ু বিশিষ্ট — ঐকাহিক

১৫৫. এক দিনে তিন তিথির যোগ — ত্র্যহস্পর্শ

১৫৬. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট — একাগ্রচিত্ত১৫৭. এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ — বুকনি

১৫৮. একই মাতার গর্ভ জাত ভাই — সহোদর

১৫৯. একই সময়ে — যুগপৎ

১৬০. একই সময়ে বর্তমান — সমসাময়িক

১৬১. একই কালে বর্তমান — সমকালীন

১৬২. একই গুরুর শিষ্য — সতীর্থ

১৬৩. একই অর্থের শব্দ — প্রতিশব্দ

১৬৪. এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি — অজাতশত্রু

১৬৫. একের পরিবর্তে অনেক — বিকল্প

১৬৬. একের পরিবর্তে অপরের সই — বকলম

১৬৭. একবার শুনলে যার মনে থাকে — শ্রুতিধর

১৬৮. একসঙ্গে যারা যাত্রা করে — সহযাত্রী

১৬৯. এঁটেল ও বেলে মাটির মিশ্রণ — দোআঁশ

🔸[ঐ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৭০. ঐক্যের অভাব আছে যার — অনৈক্য

১৭১. ঐশ্বর্যের অধিকারী যিনি -এর এক কথায় প্রকাশ কি?– ঐশ্বর্যবান

🔸[ও]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৭২. ওষ্ঠ ও অধর — ওষ্ঠাধর

১৭৩. ওষধি থেকে উৎপন্ন — ঔষধ

১৭৪. ওষ্ঠের দ্বারা উচ্চারিত — ওষ্ঠ্য

১৭৫. ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে — তুলাদণ্ড

🔸[ঔ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৭৬. ঔষধের বিপণি -এর এক কথায় প্রকাশ কি?– ঔষধালয়

১৭৭. ঔষধের আনুষঙ্গিক সেব্য — অনুপান

🔸[ক]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১৭৮. কর্ম সম্পাদনে পরিশ্রমী — কর্মঠ

১৭৯. কর্ম করার শক্তি যার নেই — অকর্মণ্য

১৮০. কর্ণ পর্যন্ত — আকর্ণ

১৮১. কণ্ঠ পর্যন্ত — আকণ্ঠ

১৮২. কালে যা ঘটে — কালীন

১৮৩. কাচের তৈরি ঘর — শিশমহল

১৮৪. কৃষি থেকে উৎপন্ন — কৃষিজ

১৮৫. কৃষ্ণপক্ষের শেষ তিথি — অমাবস্যা

১৮৬. কেউ যা জানে না — অজ্ঞাত/অজানা

১৮৭. কাম ক্রোধ লোভাদির বশীভূত — অজিতেন্দ্রীয়

১৮৮. কথা যে বলতে পারে না — অবলা

১৮৯. কোথাও উঁচু কোথাও নিচু — বন্ধুর

১৯০. কখনও যা চিন্তা করা যায় না — অচিন্ত/অচিন্তনীয়

১৯১. কী করতে হবে স্থির করতে না পারা — কিংকর্তব্যবিমূঢ়

১৯২. কুকুরের পায়ের মতো পা যার — শ্বাপদ

১৯৩. কুকুরের ডাক — -এর এক কথায় প্রকাশ কি?– বুক্কন

১৯৪. কুৎসিত আকার যার — কদাকার

১৯৫. কূলের বিপরীত — প্রতিকূল

১৯৬. কোনো কিছুতে ভয় নেই যার — অকুতোভয়

১৯৭. কাজের যোগ্য — কেজো

১৯৮. করা হয়েছে যা — কৃত

১৯৯. ক্রিয়া দ্বারা নিষ্পন্ন — কৃত্রিম

২০০. কল্পনার দ্বারা রচিত মূর্তি — ভাবমূর্তি

২০১. কিছু বলতে যার ঠোঁট বাদে না — ঠোঁটকাটা

২০২. কষ্টে অতিক্রম করা যায় না — দূরতিক্রম্য

২০৩. ক্রিয়ার বিপরীত — প্রতিক্রিয়া

২০৪. কানায় কানায় জলে পূর্ণ — টইটুম্বুর

🔸[খ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২০৫. খাবার যোগ্য -এর এক কথায় প্রকাশ কি?–খাদ্য

২০৬. খাবার ইচ্ছা — ক্ষুধা

২০৭. খাওয়ার জন্য যে খরচ — খাইখরচ

২০৮. খাতাপত্র রাখার ঘর — দপ্তরখানা

২০৯. খরচের হিসাব নেই যার — বেহিসেবী

২১০. খুব দীর্ঘ নয় — নাতিদীর্ঘ

২১১. খ্যাতি আছে যার — খ্যাতিমান

২১২. খাদ নেই যাতে — নিখাদ

🔸[গ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২১৩. গোপন করার ইচ্ছা — জুগুপ্সা

২১৪. গোরু রাখার স্থান — গোশালা

২১৫. গোরুর মতো নিরীহ — গোবেচারা

২১৬. গোরুর দুধ থেকে জাত — গব্য

২১৭. গোরু চলাচলের পথ — গোপথ /গোপাট

২১৮. গম্ভীর ধ্বনি — মন্দ্র

২১৯. গৃহে থাক যে — গৃহস্থ

২২০. গ্রন্থ রাখার গৃহ — গ্রন্থাগার

২২১. গাড়ি চালায় যে — গাড়োয়ান

২২২. গৈরিক বর্ণে রঞ্জিত — গেরুয়া

২২৩. গ্রহণ করার যোগ্য — গ্রাহ্য

২২৪. গুরুর ভাব — গরিমা

২২৫. গভীর রাত্রি — নিশীথ

২২৬. গমন করতে পারে যে — জঙ্গম

২২৭. গণনার অযোগ্য — নগণ্য

২২৮. গ্রহন করার ইচ্ছা — জিঘৃক্ষা

২২৯. গৃহের অভ্যন্তরে গৃহ — অন্তগৃহ২৩০. গরু রাখার স্থান –গোহাল

২৩১. গরুর ডাক — হাম্বা

২৩২. গরু চরায় যে — রাখাল

🔸[ঘ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৩৩. ঘোড়ার ডাক — হ্রেষা

২৩৪. ঘোড়া রাখার স্থান — আস্তাবল

২৩৫. ঘোড়ায় টানা গাড়ি — ঘোড়াগাড়ি

২৩৬. ঘোড়ার গাড়ির চালক — কোচোয়ান

২৩৭. ঘোলার ভাব — ঘোলাটে

২৩৮. ঘটকের কাজ — ঘটকালি

২৩৯. ঘন লোম বিশিষ্ট — লোমশ

🔸[চ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৪০. চিরস্থায়ী নয় — নশ্বর

২৪১. চৈত্র মাসের ফসল — চৈতালি

২৪২. চিরকাল মনে রাখার যোগ্য — চিরস্মরণীয়

২৪৩. চক্ষুর সম্মুখে সংঘটিত — চাক্ষুষ

২৪৫. চক্ষুলজ্জাহীন ব্যক্তি — চশমখোর

২৪৬. চোখে দেখা যায় যা — প্রত্যক্ষ

২৪৭. চার রাস্তার মিলন স্থল — চৌরাস্তা

২৪৮. চুষে খেতে হয় যা — চোষ্য

২৪৯. চিবিয়ে খেতে হয় যা — চর্ব্য

২৫০. চিত্রকর্মের কাঠামো — নকশা

২৫১. চালচলনের উৎকর্ষ— সভ্যতা

২৫২. চোখে যার লজ্জা নেই — চশমখোর।

🔸[ছ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৫৩. ছেদনের যোগ্য -এর এক কথায় প্রকাশ কি?– ছেদ্য

২৫৪. ছেঁকে নেওয়া হয়েছে এমন — ছানিত

২৫৫. ছয় মাস পর পর ঘটে যা — ষান্মাসিক

২৫৬. ছয় পদ আছে যার — ঘট্পদ

২৫৭. ছয় মাস অন্তর -এর এক কথায় প্রকাশ কি?– ষান্মাসিক

২৫৮. ছন্দে নিপুন যিনি — ছান্দসিক

২৫৯. ছল করে কান্না — মায়াকান্না

২৬০. ছিন্ন বস্ত্র — চীর

২৬১. ছুটছে যা — ছুটন্ত

২৬২. ছোট ছোট গাছ — গাছড়া

🔸[জ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৬৩. জন্মেনি যে -এর এক কথায় প্রকাশ কি?– অজ

২৬৪. জীবীত থাকার ইচ্ছা — জিজীবিষা

২৬৫. জীবিত থেকেও যে মৃত — জীবন্মৃত

২৬৬. জীবনধারণের বৃত্তি — জীবিকা

২৬৭. জানার ইচ্ছা — জিজ্ঞাসা

২৬৮. জানতে ইচ্ছুক — জিজ্ঞাসু

২৬৯. জানার যোগ্য — জ্ঞাতব্য

২৭০. জানা যায় না যা — অজ্ঞেয়

২৭১. জয় করার ইচ্ছা — জিগীষা

২৭২. জয় করার যোগ্য — বিজেয়

২৭৩. জয় করতে ইচ্ছুক—জিগীষু

২৭৩. জয়সূচক যে উৎসব — জয়ন্তী

২৭৪. জলস্রোতের শব্দ — ছলছল

২৭৫. জলপ্রবাহের ধ্বনি — ছলছলানি

২৭৬. জলে চরে যে — জলচর

২৭৭. জলে জন্মে যা — জলজ

২৭৮. জল দেখে ভয় পাওয়া — জলাতঙ্ক

২৭৯. জানু পর্যন্ত — আজানু

২৮০. জানু পর্যন্ত লম্বিত — আজানুলম্বিত

২৮১. জনগণের আবাস্থান — জনপদ

২৮২. জাহাজের আশ্রয়স্থল — পোতাশ্রয়

২৮৩. জ্বলজ্বল করছে যা — জাজ্বল্যমান

২৮৪. জানা আছে যা -এর বাক্য সংকোচন কি?—জ্ঞাত

২৮৫. জানা নেই যা — অজ্ঞাত

২৮৬. জায়া ও পতি — দম্পতি

২৮৭. জলে ও স্থলে চরে যে–এর বাক্য সংকোচন কি?-উভচর

২৮৮. জনশূন্য স্থান — নির্জন

২৮৯. জীবন পর্যন্ত — আজীবন

🔸[ঝ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৯০. ঝনঝন শব্দ — ঝংকার

২৯১. ঝড়ের প্রচণ্ড ধাক্কা — ঝাপটা

২৯২. ঝাড়মোছ করা হয় যা দিয়ে — ঝাড়ন

২৯৩. ঝট করে টান — ঝটকা

🔸[ট]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৯৪. টোল পড়েনি এমন — নিটোল🔸[ঠ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৯৫. ঠাকুরের ভাব — ঠাকুরালি

২৯৬. ঠান্ডায় পীড়িত -এর এক কথায় প্রকাশ কি?– শীতার্ত

২৯৭. ঠিক নয় — বেঠিক

২৯৮. ঠাট্টাছলে ইঙ্গিত — ঠেসারা

🔸[ড]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

২৯৯. ডাক বহন করে যে — ডাক হরকরা

৩০০. ডুব দিতে জানে যে — ডুবুরি

৩০১. ডিঙি বাইবার দাঁড় — বৈঠা

৩০২. ডালের আগা — মগডাল

🔸[ঢ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৩০৩. ঢোল বাজায় যে — ঢুলি

৩০৪. ঢাক বাজায় যে — ঢাকি

৩০৫. ঢাকার অধিবাসী — ঢাকাইয়া

৩০৬. ঢাকায় প্রস্তুত — ঢাকাই

৩০৭. ঢিপির মতো — ঢ্যাপসা

৩০৮. ঢেউয়ের ফলে ছলাৎ ছল শব্দ — ছলছল

৩০৯. ঢেউয়ের ধ্বনি — কল্লোল

🔸[ত]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৩১১. তল স্পর্শ করা যায় না যার — অতলস্পর্শী

৩১২. তেজ আছে যার — তেজস্বী

৩১৩. তাল জ্ঞান নেই যার — তালকানা

৩১৪. তিন নয়নে বা লোচন যার — ত্রিনয়না, ত্রিলোচনা

৩১৫. তির নিক্ষেপ করে যে — তিরন্দাজ

৩১৬. তবলা বাজায় যে — তবলচি

৩১৭. তন্তু দিয়ে বয়ন করে যে — তন্তুবায়

৩১৮. তর্ক করে যে — তার্কিক

৩১৯. ত্বরায় গমন করে যে — তুরগ

৩২০. তটে বা তীরে অবস্থিত — তটস্থ

৩২১. তরঙ্গ উঠেছে যাতে — তরঙ্গায়িত

৩২২. তালু থেকে উচ্চারিত — তালব্য

৩২৩. তার মতো — তাদৃশ

৩২৪. তোপের ধ্বনি — গুড়ুম

৩২৫. তেলে যা ভাজা হয় — তেলে ভাজা

৩২৬. তুলা থেকে তৈরি — তুলট

৩২৭. তুমুল ঝগড়া — তুলকালাম

৩২৮. ত্রাণ করেন যিনি — ত্রাতা

৩২৯. তিন ফলের সমাহার — ত্রিফলা

৩৩০. তন্তু থেকে জাত — তন্তুজ

৩৩১. তন্তু দিয়ে বয়ন করে যে — তন্তুবায়

৩৩২. তিন ভাগের এক ভাগ — তেহাই

৩৩৩. তস্করের কাজ -এর এক কথায় প্রকাশ কি?– তাস্কর্য

৩৩৫. তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা — তিলোত্তমা

৩৩৬. ত্রিকাল দর্শন করেন যিনি — ত্রিকালদর্শী

৩৩৭. তুষের আগুনের মতো মর্মদাহী — তুষানল

৩৩৮. ত্যাগ করা হয়েছে যা — ত্যক্ত

৩৩৯. তুষ্ট করা হয়েছে যা — তোষিত

৩৪০. তিন চরণ যুক্ত পদ্য — ত্রিপদী

৩৪১. তিন ফলক যুক্ত শূল — ত্রিশূল

৩৪২. তরুলতা বেষ্টিত স্থান — নিকুঞ্জ

৩৪৩. তিল মিশিয়ে রান্না করা ভাত — ত্রিসর

৩৪৪. তোমার মতো —এর এক কথায় প্রকাশ কি?– ত্বাদৃশ

৩৪৫. তনুর ভাব — তনিমা

৩৪৬. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত যে ক্ষেত্র — ত্রিভুজ

৩৪৭. তীর ছোঁড়ে যে– তীরন্দাজ

৩৪৮. তুলনা হয় না এমন — অতুলনীয়

৩৪৯. তিন রাস্তার মোড় — তেমাথা

৩৫০. তাল ঠিক নেই যার — বেতাল

🔸[থ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৩৫১. থেমে থেমে চলার যে ভঙ্গি — ঠমক

৩৫২. থাবার আঘাত — থাপড়

🔸[দ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৩৫৩. দৃষ্টির অগোচরে –এর বাক্য সংকোচন কি? — অদৃশ্য

৩৫৪. দেখার ইচ্ছা — দিদৃক্ষা

৩৫৫. দ্বীপের সদৃশ — উপদ্বীপ

৩৫৬. দূরকে দেখার যন্ত্র — দূরবিন

৩৫৭. দেশের প্রতি প্রেম আছে যার — দেশপ্রেমিক

৩৫৮. দুর্লভ বিষয় বা বস্তু লাভের আশা — দুরাশা

৩৫৯. দুষ্ট বা কদর্য আলাপ — দুরালাপ

৩৬০. দ্বীপে জন্ম হয়েছে যার — দ্বৈপায়ন

৩৬১. দর্প নাশ করে যে — দর্পহারী/দর্পনাশী

৩৬২. দ্বারে থাকে যে — দ্বারী

৩৬৩. দোহনের যোগ্য — দোহনীয়

৩৬৪. দ্রব হয়েছে যা — দ্রবীভূত

৩৬৫. দাড়ি জন্মেনি যার — অজাতশ্মশ্রু

৩৬৬. দেওয়া হয়েছে যা — দত্ত

৩৬৭. দাসের ভাব — দাস্য

৩৬৮. দুহিতার পুত্র — দৌহিত্র

৩৬৯. দ্বিতীয়বার বিবাহিতা নারী — পুনর্ভূ

৩৭০. দ্বীপ সম্বন্ধীয় — দ্বৈপ

৩৭১. দেহে, মনে ও কথায় — কায়মনোকাক্যে

৩৭২. দমন করা যায় না যাকে — অদম্য

৩৭৩. দিনে যে একবার আহার করে — একাহারী

৩৭৪. দানের যোগ্য — দাতব্য

৩৭৫. দীর্ঘ কর্ণ — কর্ণিল

৩৭৬. দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত — আধিদৈবিক

৩৭৭. দিবসের প্রথম ভাগ — পূর্বাহ্ন

৩৭৮. দিবসের মধ্য ভাগ — মধ্যাহ্ন

৩৭৯. দিবসের শেষ ভাগ — অপরাহ্ন

৩৮০. দুদিকে অপ যার — দ্বীপ

৩৮১. দুবার ফল ধরে যে গাছে — দোফলা

৩৮২. দুরথীর যুদ্ধ — দ্বৈরথ

৩৮৩. দণ্ড দিবার যোগ্য — দণ্ডনীয়

৩৮৪. দুই নদীর মধ্যবর্তী স্থান — দোয়াব

৩৮৫. দুয়ের মধ্যে একটি — অন্যতর

৩৮৬. দুই বার জন্মে যে — দ্বিজ

৩৮৭. দুই অক্ষর বিশিষ্ট — দ্ব্যক্ষর

৩৮৮. দুই প্রকার অর্থ যার — দ্ব্যর্থ

৩৮৯. দুবার উক্তি –এর বাক্য সংকোচন কি? — দ্বিরুক্তি

৩৯০. দুহাত সমান চলে যার — সব্যসাচী

৩৯১. দীপ্তি পাচ্ছে যা — দীপ্যমান

🔸[ধ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৩৯২. ধুলার মতো যার রং — পাংশুল

৩৯৩. ধারণ করার যোগ্য — ধারণীয়

৩৯৪. ধূপের ধোঁয়া বা গন্ধ দ্বারা সুরভিত– ধূপায়িত

৩৯৫. ধর্মে অত্যন্ত অনুরক্ত — ধর্মিষ্ঠ

৩৯৬. ধুলা ঝাড়ার কাপড় — ঝাড়ন

৩৯৭. ধনুকের ধ্বনি -এর এক কথায় প্রকাশ কি?– টঙ্কার

৩৯৮. ধনের দেবতা — কুবের

৩৯৯. ধ্যান করেন যিনি — ধ্যানী

৪০০. ধ্যানে যিনি মগ্ন — ধ্যানস্থ

৪০১. ধারা ধরে চলে যা — ধারাবাহিক

৪০২. ধী আছে যার — ধীমান

৪০৩. ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত — ধোাঁয়াটে

৪০৪. ধীরে যে গমন করে — ধীরগামী

৪০৫. ধনুকের ছিলা — জ্যা

৪০৬. ধ্যান করা হয়েছে এমন — ধ্যাত

৪০৭. ধুলায় পরিণত — ধূলিসাৎ

🔸[ন]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৪০৮. নষ্ট হওয়া স্বভাব যার — নশ্বর

৪০৯. নাড়ী জ্ঞান নেই যার — আনাড়ি

৪১০. নেই শোক যার — অশোক

৪১১. নদী মাতা যার — নদীমাতৃক

৪১২. নিবারণ করা যায় না যা — অনিবার্য

৪১৩. নিন্দার যোগ্য নয় যা — অনিন্দনীয়, অনিন্দ্য

৪১৪. নিবারণ করা যায় না যা — দুর্নিবার

৪১৫. নিজেকে সামলাতে পারে না যে — অসংযমী

৪১৬. নিজেকে হত্যা করে যে — আত্মঘাতী

৪১৭. নৌকা চালায় যে — নাবিক

৪১৮. নদী মেখলা যে দেশের — নদীমেখলা

৪১৯. নিজেকে যে পণ্ডিত মনে করে — পণ্ডিতম্মন্য

৪২০. নিজেকে হীন মনে করা — হীনম্মন্যতা

৪২১. নাটকের পাত্রপাত্রী -এর বাক্য সংকোচন কি?– কুশীলব

৪২২. নূপুরের ধ্বনি — এর বাক্য সংকোচন কি?– নিক্কন

৪২৩. নৌ চলাচলের যোগ্য — নাব্য

৪২৪. নির্বাচনের যোগ্য — নির্বাচ্য

৪২৫. নিন্দার যোগ্য — নিন্দ্য, নিন্দনীয়

৪২৬. নামের চিহ্ন — নামাঙ্ক

৪২৭. নিন্দাসূচক উক্তি — এর বাক্য সংকোচন কি?—- টিটকারি

৪২৮. নিবিড় অরণ্য — কান্তার

৪২৯. নিতান্ত দগ্ধ হয় যে সময় — নিদাঘ

৪৩০. নিশা কালে যে চরে বেড়ায় — নিশাচর

৪৩১. নিন্দা করার ইচ্ছা — জুগুপ্সা

৪৩২. নির্ভুল মুনিবাক্য — আপ্তবাক্য

৪৩৩. নলের আকারে জমানো বরফ — কুলপি

৪৩৪. নিষ্কাশিত সারবস্তু — নির্যাস

🔸[প]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৪৩৫. পূর্বে জন্মেছে যে — এর এক কথায় প্রকাশ কি?– অগ্রজ

৪৩৬. পরে জন্মেছে যে — অনুজ

৪৩৭. পরিমিত কথা বলে যে — মিতভাষী

৪৩৮. পরিমিত আহার করে যে — মিতাহারী

৪৩৯. প্রিয় বাক্য বলে যে — প্রিয়ভাষী

৪৪০. পুত্র নাই যার — অপুত্রক

৪৪১. পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত যা — পার্থিব

৪৪২. পঙ্কে জন্মে যা — পঙ্কজ

৪৪৩. পড়া হয়েছে যা — পঠিত

৪৪৪. পুনঃপুন দুলছে যা — দোদুল্যমান

৪৪৫. পুনঃপুন জ্বলছে যা — জাজ্বল্যমান

৪৪৬. পুনঃপুন দীপ্তি পাচ্ছে — দেদীপ্যমান

৪৪৭. পাখির ডাক — কূজন

৪৪৮. পান করার যোগ্য — পেয়

৪৪৯. পান করার অযোগ্য — অপেয়

৪৫০. পাওয়ার ইচ্ছা — ঈপ্সা

৪৫১. প্রভাতে শোভাযাত্রা করে সমস্বরে গান করা — প্রভাতফেরি

৪৫২. পথিকের বিশ্রাম ও আহারাদি করার গৃহ — পান্থশালা

৪৫৩. পেতে ইচ্ছুক — প্রেপ্সু

৪৫৪. পা ধোয়ার পানি — পাদ্য

৪৫৫. পা থেকে মাথা পর্যন্ত — আপাদমস্তক

৪৫৬. পরিণাম চিন্তা করে যে কাজ করে — পরিণামদর্শী

৪৫৭. পণ্ডিত হয়েও যে মূর্খ — পণ্ডিতমূর্খ

৪৫৮. পড়ার উপযুক্ত — পঠিতব্য

৪৫৯. পূর্বে ছিল, এখন নেই — ভূতপূর্ব

৪৬০. প্রায় মৃত — এর এক কথায় প্রকাশ কি?– মৃতকল্প

৪৬১. পরিব্রাজকের ভিক্ষা — মাধুকরী

৪৬২. পরের অন্নে যে বেঁচে থাকে — পরান্নজীবী

৪৬৩. পরলোক সম্বন্ধীয় — পারলৌকিক

৪৬৪. পরের ভালো দেখে যার মন কাতর হয় — পরশ্রীকাতর

৪৬৫. পঙক্তিতে বসার অনুপযুক্ত — অপাঙক্তেয়

৪৬৬. প্রবল বায়ুর আঘাতজনিত শব্দ — নির্ঘাত

৪৬৭. পূর্ণিমার চাঁদ — রাকা

৪৬৮. পূর্বকাল সম্পর্কিত — প্রাক্তন

৪৬৯. প্রয়োগের পরে যে ক্রিয়া — প্রতিক্রিয়া

৪৭০. পায়ে হাঁটা — পদব্রজ

৪৭১. প্রচুর দুধ দেয় যে গাভী — পয়স্বিনী

৪৭২. প্রিয় কথা বলে যে নারী — প্রিয়ংবদা

৪৭৩. পুরুষের উদ্দাম নৃত্য — তাণ্ডব

৪৭৪. পা মোছার জন্য আস্তরণ — পাপোশ

৪৭৫. পাঁচমিশালি মসলা — পাঁচফোড়ন

৪৭৬. পান করার ইচ্ছা — পিপাসা

৪৭৭. প্রতিকার করার ইচ্ছা — প্রতিচিকীর্ষা

৪৭৮. প্রমাণ করার যোগ্য — প্রমেয়

৪৭৯. পাখি ধরার ফাঁদ বা রশি — বীতংস

৪৮০. পিতার ভ্রাতা — পিতৃব্য

৪৮১. পুরুষানুক্রমে ভোগ্য — মৌরসি

৪৮২. পলিমাটি সম্বন্ধীয় — পাললিক

৪৮৩. পশুর তুল্য আচরণ — পশ্বাচার

৪৮৪. পাপক্ষালনের জন্য কর্ম — প্রায়শ্চিত্ত

৪৮৫. পিশাচ সম্বন্ধীয় — পৈশাচিক

৪৮৬. পাহারার জন্য পদচারণ — টহল৪৮৭. প্রথমে মধুর কিন্তু পরিমাণে নয় — আপাতমধুর

🔸[ফ]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৪৮৮. ফুরায় না যা — অফুরন্ত

৪৮৯. ফল প্রসব করে যা — ফলপ্রসূ

৪৯০. ফুটছে এমন — ফুটন্ত

৪৯১. ফুল হতে জাত — ফুলেল

৪৯২. ফুল দিয়ে তৈরি গয়না — পুষ্পাভরণ

৪৯৩. ফুলের মতো অগ্নিকণা — স্ফুলিঙ্গ

৪৯৪. ফল পাকলে যে গাছ মরে যায় — ঔষধি

৪৯৫. ফিকা কমলা রং — বাসন্তী

৪৯৬. ফাঁস দিয়ে যে মানুষ মরে — ফাঁসুড়ে

🔸[ব]: এর বাক্য সংকোচন:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৪৯৭. বিদেশে থাকে যে — প্রবাসী

৪৯৮. বুকে হেঁটে গমন করে যে — উদ্বাস্ত

৪৯৯. বাস্তু থেকে উৎখাত হয়েছে যে — উদ্বাস্তু

৫০০. বেশি কথা বলে যে — বাচাল

৫০১. বহু দেখেছে যে — বহুদর্শী, ভূয়োদর্শী

৫০২. বংশ পরিচয় জানা নেই যার — অজ্ঞাতকুলশীল

৫০৩. বোধ নাই যার — নির্বোধ

৫০৪. বিদ্যা আছে যার — বিদ্বান

৫০৫. বিসংবাদ নেই যাতে — অবিসংবাদিত

৫০৬. বেতন নেওয়া হয় না যাতে — অবৈতনিক

৫০৭. বীর সন্তান প্রসব করেন যে নারী — বীরপ্রসূ

৫০৮. বীর্যবতী বা সাহসী নারী — বীরাঙ্গনা

৫০৯. বলা হতে যাচ্ছে বা হবে — বক্ষ্যমাণ

৫১০. বিশ্বজনের হিতকর – এর এক কথায় প্রকাশ কি?– বিশ্বজনীন

৫১১. বহুর মধ্যে একজন — অন্যতম

৫১২. বর্ণনা করা যায় না যা — অবর্ণীয়

৫১৩. বমন করার ইচ্ছা — বিবমিষা

৫১৪. বলবার ইচ্ছা — বিবক্ষা

৫১৫. ব্যবস্থা করার ইচ্ছা — বিধিৎসা

৫১৬. বাঁচতে ইচ্ছা — জিজীবিষা

৫১৭. বৃহৎ অরণ্য — অরণ্যানী

৫১৮. বলা হয়েছে যা — উক্ত

৫১৯. বপন করা হয়েছে — উপ্ত

৫২০. বার বার পানিতে ডুবে যাওয়া ও ভেসে ওঠা — হাবুডুবু

৫২১. বাতাসে ‍উবে যায় এমন — উদ্বায়ী

৫২২. বনের অগ্নি – দাবানল, দাবাগ্নি

৫২৩. বাঘের চামড়া — কৃত্তি

৫২৪. বাঘের ডাক বা গর্জন — হালুম

৫২৫. বিহায়সে (আকাশে) গমন করে যে — বিহগ, বিহঙ্গ

৫২৬. বিজ্ঞাপন দ্বারা প্রচারিত — বিজ্ঞাপিত

৫২৭. বিজ্ঞান শিক্ষার জন্য পরীক্ষাগার — বিজ্ঞানাগার

৫২৮. বীজ বপনের উপযুক্ত সময় — জো

৫২৯. বাল্যে প্রৌঢ় তুল্য আচরণকারী — ইঁচড়ে পাকা

৫৩০. বাক্য ও মনের অগোচর — অবাঙ্মানসগোচর

৫৩১. ব্যাখ্যার যোগ্য — ব্যাখ্যেয়

৫৩২. বচনে কুশল — বাগ্মী

৫৩৩. বেদ সম্বন্ধীয় — বৈদিক

৫৩৪. বিদ্যার উৎসাহদাতা — বিদ্যোৎসাহী

৫৩৫. ব্যাকরণ জানেন যিনি — বৈয়াকরণ

আজকের মত এখানেই ইতি টানলাম । সামনের দিন নতুন কোন টপিক/বিষয় নিয়ে হাজির হবো । সেই পর্যন্ত ভালো থাকবেন ।


শূন্য থেকে যদি চাকরির প্রস্তুতি নিতে চান আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকুন । কথা দিচ্ছি নিরাশ হবেন না । অনেক এগিয়ে যাবেন ইনশা আল্লাহ ।


📲 যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন :

📌 এডমিন ফেসবুক প্রোফাইল :

https://facebook.com/info.mdsumonmahmud

📌 Job Antibiotic ফেসবুক পেজ:

https://facebook.com/JobAntibiotic

📌 Job Antibiotic ফেসবুক গ্রুপ:

https://facebook.com/share/6XfxUMtXHqcUmixm/

📌 Job Antibiotic ইউটিউব চ্যানেল:

https://youtube.com/@jobantibiotic

📌 Job Antibiotic টেলিগ্রাম চ্যানেল:

https://t.me/JobAntibiotic

📌 Job Antibiotic ব্লগ :

https://jobantibiotic.blogspot.com

📌 Job Antibiotic মেইল: 

jobantibiotic@gmail.com