🎯 English Antibiotic || Dose: 01

🔰 Topic : Parts of Speech 


প্রিয় পাঠক,

Job Antibiotic প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম । অনেকের অনুরোধে আজকে থেকে ইনশা আল্লাহ শুরু হলো Antibiotic Dose !! 

Dose শেষ হলে আপনি হবেন ইংরেজি Basic এর জাহাজ।

English Antibiotic 



📌 English Antibiotic এর নিয়মিত আয়োজনে আজকের টপিক Parts of speech।

ইংরেজির নাম শুনলে অনেকের ঝড়ের বেগে কাঁপুনি দিয়ে জ্বর আসে । চলুন আজকে Antibiotic দিবো। আমাদের English Antibiotic এর A to Z Dose শেষ করলে আপনি হবেন Basic এর জাহাজ । 


চলুন শুরু করি,

♦️ Parts of speech: 

Parts of speech ??

আহ্ ! কত সহজ একটা Grammar টপিক।সেই ছোটকাল থেকে শিখছি । আর আপনি আসছেন Parts of speech শেখাতে ?


আসলেই কি সহজ ?

আসলেই কি ভালোমত শিখেছেন ?

তৃপ্তি পেয়েছেন শিখে ?

পান নি তো ?

চলুন । ইনশা আল্লাহ কথা দিচ্ছি, আমি কোন বই লেখক না তবুও আমার লেখার মাধ্যমে তৃপ্তি নিয়ে শিখতে পারবেন । চলুন মূল আলোচনায় । 


Parts মানে অংশ আর Speech মানে কথা বা বাক্য ।

সুতরাং, Parts of speech মানে বাক্যের অংশ । 

Parts of Speech এর সংজ্ঞার ভিতরেই এর আসল Mechanism লুকিয়ে আছে ।বুঝেন নাই ?

 মানে হলো একটা Word কে আমরা হুট করেই কোনো নির্দিষ্ট Parts of Speech বলে সবসময় অভিহিত করতে পারি না ।

একটা Word কোনো Sentence এ ব্যবহারভেদে বিভিন্ন Parts of speech হিসেবে আচরণ করতে পারে । 

তাই একটা Word কে Parts of speech বলার আগে খুব ভালোভাবে এর Word Mechanism & Sentence Uses Mechanism খেয়াল করতে হবে ।কারণ একটা Word একেক বাক্যে একেক Parts of Speech হিসেবে আচরণ করতে পারে ।


যেমন: 

আমরা যদি বলি Water কোন Parts of Speech ?

আপনি হয় তো উত্তর দিবেন Water Material Noun ।

আচ্ছা তাহলে নিচের প্রশ্নটির উত্তর দিন তো । 😁


✍️ Brainstorming Example: 

1. Water* is liquid.

2 I water* the plants.


উপরের দুইটি বাক্যে কোনটাতে Water কোন Parts of Speech ? 🙄

আপনার মুখস্থবিদ্যা অনুযায়ী তো উপরের দুই বাক্যের Water ই Material Noun হওয়ার কথা ।কারণ আপনি শুধু মনে রেখেছেন কোন বস্তু বুঝলে সেটা Material Noun । 

কিন্তু না । যদি আপনার উত্তর হয় দুই বাক্যের Water ই Material Noun তাহলে আপনার উত্তর ভুল । 🙄


চলুন দেখি কেন দুই বাক্যের Water ই Material Noun না ।

দুইটি বাক্যের অর্থ খেয়াল করুন,

Water is liquid = পানি হয় তরল ।

I water the plants = আমি চারাগাছে পানি দেই ।


দেখুন, প্রথম বাক্যে Water = পানি । যেটা আমরা Material Noun হিসেবে জানি । কিন্তু, দ্বিতীয় বাক্যে Water = পানি নয় , Water = পানি দেওয়া যা মূলত কাজ বুঝাচ্ছে । আর কাজ বুঝালে কি ?

খুব সহজ । কাজ বুঝালে Verb হয়।তাই দ্বিতীয় বাক্যের Water= Material Noun না হয়ে Verb হবে ।


তাহলে আমরা বুঝলাম, একটা Word বাক্যের অর্থ অনুযায়ী একেক Parts of speech হিসেবে আচরণ করতে পারে । তাই চোখ বুঝে কোন Word কে কোন নির্দিষ্ট Parts of speech বলা থেকে সাবধান । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফাঁদ কিন্তু দেওয়া হয় ।


প্রিয় পাঠক আজকে আপনার জন্য নিচে কিছু Brainstorming Question দিলাম । আপনার সঠিক উত্তর কমেন্টে জানাবেন । দেখব আপনার Score কত হয় ?

তারপর আমাদের Job Antibiotic টিম আপনাকে সঠিক উত্তর ব্যাখ্যাসহ Inbox করে জানাবে । 

*** আমার কখনোই কমেন্টে সঠিক উত্তর দেই না । কারণ অনেকে উত্তর কপি করে না বুঝেই কমেন্ট করে ।


Let's Answer The Following Questions: 

1. She is Happy*.

2. I live in dhaka* City.

3. Is it a he or a she* ?

4. Analyse the above* sentence.

5. Our blessings come from above*.

6. All* men are mortal.

7. All* spoke in his favour.

8. They are men of like* build and stature.

9. Do not talk like* that.

10. It is no* joke.

11. He is no* more.


ঝটপট আপনার সঠিক উত্তরগুলো কমেন্ট করুন ।

প্রিয় পাঠক English Antibiotic এর প্রথম ডোজ এখানেই শেষ । 

কতটুকু বুঝতে পারলেন আপনার মতামত জানাতে ভুলবেন না ।

আর হ্যা, আমি কোন বই লেখক না বা ইংরেজিতে পন্ডিত নই। আমি বই ঘাঁটাঘাঁটি করে ইংরেজি শিখি , বিভিন্ন সোর্স থেকে শিখি । সেই অভিজ্ঞতার ফল এটি । লেখায় কোন ভুল থাকলে আশা করি শুধরে দিয়ে আমাকে সঠিক শেখার সাহায্য করবেন । সামনের দিন ডোজ ২ নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ । 


💥 আমাদের Next Post এর টপিক: 💥

Parts of speech এর প্রকারভেদ নিয়ে একটু ভিন্নভাবে 

আমাদের সাথেই থাকুন এবং একটু নতুনভাবে তৃপ্তি নিয়ে ইংরেজি শিখুন 🥰 । 

উৎসাহ পেলে ইংরেজির A to Z টপিক নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করব যা আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে ।

আল্লাহ হাফেজ । আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো । 


#ফ্রিতে চাকরির প্রস্তুতি নিতে আমাদের Job Antibiotic এর সাথেই থাকুন । ইনশা আল্লাহ হতাশ হবেন না । 


© লেখক:

মো: সুমন মাহমুদ 

|| Admin of Job Antibiotic ||



#HappyEnglishLearning  

#JobAntibiotic