🎯 English Antibiotic || Dose: 01
🔰 Topic : Parts of Speech
প্রিয় পাঠক,
Job Antibiotic প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম । অনেকের অনুরোধে আজকে থেকে ইনশা আল্লাহ শুরু হলো Antibiotic Dose !!
Dose শেষ হলে আপনি হবেন ইংরেজি Basic এর জাহাজ।
English Antibiotic
ইংরেজির নাম শুনলে অনেকের ঝড়ের বেগে কাঁপুনি দিয়ে জ্বর আসে । চলুন আজকে Antibiotic দিবো। আমাদের English Antibiotic এর A to Z Dose শেষ করলে আপনি হবেন Basic এর জাহাজ ।
চলুন শুরু করি,
♦️ Parts of speech:
Parts of speech ??
আহ্ ! কত সহজ একটা Grammar টপিক।সেই ছোটকাল থেকে শিখছি । আর আপনি আসছেন Parts of speech শেখাতে ?
আসলেই কি সহজ ?
আসলেই কি ভালোমত শিখেছেন ?
তৃপ্তি পেয়েছেন শিখে ?
পান নি তো ?
চলুন । ইনশা আল্লাহ কথা দিচ্ছি, আমি কোন বই লেখক না তবুও আমার লেখার মাধ্যমে তৃপ্তি নিয়ে শিখতে পারবেন । চলুন মূল আলোচনায় ।
Parts মানে অংশ আর Speech মানে কথা বা বাক্য ।
সুতরাং, Parts of speech মানে বাক্যের অংশ ।
Parts of Speech এর সংজ্ঞার ভিতরেই এর আসল Mechanism লুকিয়ে আছে ।বুঝেন নাই ?
মানে হলো একটা Word কে আমরা হুট করেই কোনো নির্দিষ্ট Parts of Speech বলে সবসময় অভিহিত করতে পারি না ।
একটা Word কোনো Sentence এ ব্যবহারভেদে বিভিন্ন Parts of speech হিসেবে আচরণ করতে পারে ।
তাই একটা Word কে Parts of speech বলার আগে খুব ভালোভাবে এর Word Mechanism & Sentence Uses Mechanism খেয়াল করতে হবে ।কারণ একটা Word একেক বাক্যে একেক Parts of Speech হিসেবে আচরণ করতে পারে ।
যেমন:
আমরা যদি বলি Water কোন Parts of Speech ?
আপনি হয় তো উত্তর দিবেন Water Material Noun ।
আচ্ছা তাহলে নিচের প্রশ্নটির উত্তর দিন তো । 😁
✍️ Brainstorming Example:
1. Water* is liquid.
2 I water* the plants.
উপরের দুইটি বাক্যে কোনটাতে Water কোন Parts of Speech ? 🙄
আপনার মুখস্থবিদ্যা অনুযায়ী তো উপরের দুই বাক্যের Water ই Material Noun হওয়ার কথা ।কারণ আপনি শুধু মনে রেখেছেন কোন বস্তু বুঝলে সেটা Material Noun ।
কিন্তু না । যদি আপনার উত্তর হয় দুই বাক্যের Water ই Material Noun তাহলে আপনার উত্তর ভুল । 🙄
চলুন দেখি কেন দুই বাক্যের Water ই Material Noun না ।
দুইটি বাক্যের অর্থ খেয়াল করুন,
Water is liquid = পানি হয় তরল ।
I water the plants = আমি চারাগাছে পানি দেই ।
দেখুন, প্রথম বাক্যে Water = পানি । যেটা আমরা Material Noun হিসেবে জানি । কিন্তু, দ্বিতীয় বাক্যে Water = পানি নয় , Water = পানি দেওয়া যা মূলত কাজ বুঝাচ্ছে । আর কাজ বুঝালে কি ?
খুব সহজ । কাজ বুঝালে Verb হয়।তাই দ্বিতীয় বাক্যের Water= Material Noun না হয়ে Verb হবে ।
তাহলে আমরা বুঝলাম, একটা Word বাক্যের অর্থ অনুযায়ী একেক Parts of speech হিসেবে আচরণ করতে পারে । তাই চোখ বুঝে কোন Word কে কোন নির্দিষ্ট Parts of speech বলা থেকে সাবধান । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফাঁদ কিন্তু দেওয়া হয় ।
প্রিয় পাঠক আজকে আপনার জন্য নিচে কিছু Brainstorming Question দিলাম । আপনার সঠিক উত্তর কমেন্টে জানাবেন । দেখব আপনার Score কত হয় ?
তারপর আমাদের Job Antibiotic টিম আপনাকে সঠিক উত্তর ব্যাখ্যাসহ Inbox করে জানাবে ।
*** আমার কখনোই কমেন্টে সঠিক উত্তর দেই না । কারণ অনেকে উত্তর কপি করে না বুঝেই কমেন্ট করে ।
Let's Answer The Following Questions:
1. She is Happy*.
2. I live in dhaka* City.
3. Is it a he or a she* ?
4. Analyse the above* sentence.
5. Our blessings come from above*.
6. All* men are mortal.
7. All* spoke in his favour.
8. They are men of like* build and stature.
9. Do not talk like* that.
10. It is no* joke.
11. He is no* more.
ঝটপট আপনার সঠিক উত্তরগুলো কমেন্ট করুন ।
প্রিয় পাঠক English Antibiotic এর প্রথম ডোজ এখানেই শেষ ।
কতটুকু বুঝতে পারলেন আপনার মতামত জানাতে ভুলবেন না ।
আর হ্যা, আমি কোন বই লেখক না বা ইংরেজিতে পন্ডিত নই। আমি বই ঘাঁটাঘাঁটি করে ইংরেজি শিখি , বিভিন্ন সোর্স থেকে শিখি । সেই অভিজ্ঞতার ফল এটি । লেখায় কোন ভুল থাকলে আশা করি শুধরে দিয়ে আমাকে সঠিক শেখার সাহায্য করবেন । সামনের দিন ডোজ ২ নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ ।
💥 আমাদের Next Post এর টপিক: 💥
Parts of speech এর প্রকারভেদ নিয়ে একটু ভিন্নভাবে
আমাদের সাথেই থাকুন এবং একটু নতুনভাবে তৃপ্তি নিয়ে ইংরেজি শিখুন 🥰 ।
উৎসাহ পেলে ইংরেজির A to Z টপিক নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করব যা আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে ।
আল্লাহ হাফেজ । আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো ।
#ফ্রিতে চাকরির প্রস্তুতি নিতে আমাদের Job Antibiotic এর সাথেই থাকুন । ইনশা আল্লাহ হতাশ হবেন না ।
© লেখক:
মো: সুমন মাহমুদ
|| Admin of Job Antibiotic ||
#HappyEnglishLearning
#JobAntibiotic
0 Comments